
আমি আছি; চারপাশে বেঁচে আছে আমার চেতনা,
অনাদির
ভ্রুণ থেকে বিকশিত চাঁদের মতোন;
অবিরত
গুণে যাই তার আনাগোনা,
অবিরত
গুণে যাই,
দেখে যাই-
যেভাবে
সে মিশে থাকে কুয়াশার ধূসরে মিলিয়ে,
শুনে যাই,
অটবীর পাতাগুলো ছুঁয়ে-
যখন যে
সঙ্গীতে ভরে তোলে আমার আকাশ;
যখন সে
কল্লোলে জেগে উঠে জানায় আভাস-
সে রয়েছে,
আমি আছি; সত্য সে আমার চেতনা-
তার আল্পনা-
রঙিন করেছে এই ভোরের কিরণ,
আমার জীবন
কিবা সাঁঝের লালিমা,
তারই আলোতেই
আজ এত অনুপমা!
তারপরই
দ্বিধা জাগে মনে-
চেতনার
আলোতে যা এসেছে জীবনে,
সেও কি
সত্য ঠিক আমার মতন!
সেও কি
জীবন!
নাকি স্রেফ
মিছে প্রহেলিকা!
তারও কি
চেতনা আছে, আছে বোধ,
প্রাণের
আলাপন!
নাকি সে
কুয়াশা শুধু!
ধোঁয়াশা
সে, আমার চেতনা যারে করেছে বপন!
আমি তাকে
দেখি যুগ যুগ পার করে,
সেও কি
আমাকে দেখে তার মতো করে!
নাকি তারা
শুধু মায়া, শুধু এক মিছে খেলাঘর?
আমি আছি,
আমার চেতনা আছে- বেঁচে আছে তারা,
তারপর হয়ে যাবে পর...!
No comments:
Post a Comment