প্রেমের পদ্য লিখবো বলে বলেছিলাম,
Saturday, December 30, 2023
তেমন করে...
পথের অংক
প্রেম-পদ্যের ত্রাস!
Friday, December 15, 2023
প্রহেলিকা!

আমি আছি; চারপাশে বেঁচে আছে আমার চেতনা,
অনাদির
ভ্রুণ থেকে বিকশিত চাঁদের মতোন;
অবিরত
গুণে যাই তার আনাগোনা,
অবিরত
গুণে যাই,
দেখে যাই-
যেভাবে
সে মিশে থাকে কুয়াশার ধূসরে মিলিয়ে,
শুনে যাই,
অটবীর পাতাগুলো ছুঁয়ে-
যখন যে
সঙ্গীতে ভরে তোলে আমার আকাশ;
যখন সে
কল্লোলে জেগে উঠে জানায় আভাস-
সে রয়েছে,
আমি আছি; সত্য সে আমার চেতনা-
তার আল্পনা-
রঙিন করেছে এই ভোরের কিরণ,
আমার জীবন
কিবা সাঁঝের লালিমা,
তারই আলোতেই
আজ এত অনুপমা!
তারপরই
দ্বিধা জাগে মনে-
চেতনার
আলোতে যা এসেছে জীবনে,
সেও কি
সত্য ঠিক আমার মতন!
সেও কি
জীবন!
নাকি স্রেফ
মিছে প্রহেলিকা!
তারও কি
চেতনা আছে, আছে বোধ,
প্রাণের
আলাপন!
নাকি সে
কুয়াশা শুধু!
ধোঁয়াশা
সে, আমার চেতনা যারে করেছে বপন!
আমি তাকে
দেখি যুগ যুগ পার করে,
সেও কি
আমাকে দেখে তার মতো করে!
নাকি তারা
শুধু মায়া, শুধু এক মিছে খেলাঘর?
আমি আছি,
আমার চেতনা আছে- বেঁচে আছে তারা,
তারপর হয়ে যাবে পর...!
Wednesday, December 13, 2023
আমার শহর
বেড়েছি আমি, বেড়েছে আমার শহর আমার সাথে,
উপকণ্ঠের
সীমানা বেড়েছে, পুরোনো সে গলিপথে;
বেড়েছে
স্মৃতি, বেড়েছে যা কিছু বাড়ার ছিলো সবই-
তবু, কৈশোর
আজো দাপিয়ে বেড়ায় পুরোনো শহরটাতে।
এই শহরেই
দেখেছি কীভাবে শীতের কুয়াশা নামে,
দেখেছি
কীভাবে সন্ধ্যের আকাশে ধ্রুবতারা এসে থামে;
দেখেছি
কীভাবে রাত ভীড় করে, চারপাশে কিবা মনে-
কীভাবে
মানুষ মরে যায়, আর কারা বাঁচে ডানে-বামে।
এ শহর
চেনা যেভাবে নিজেকে চিনেছি নিজের মনে,
যেভাবে
আমি ছড়িয়ে রয়েছি স্টেডিয়ামে বা উদ্যানে;
ভিক্টোরিয়ার
মোড়ে কিংবা নিরালার কোণ ঘেষে-
শহীদ মিনারে,
শান্তিকুঞ্জে মিশে আছি সবখানে!
মিশে আছি আমি, মিশে আছে স্মৃতি, আর বড় হয়ে যাওয়া,
প্রথম
প্রেমের কান্না, অথবা প্রথম যা কিছু পাওয়া;
সুমনের
গান, গিটারের টান, চুরি করে সিগারেটে-
ভার হয়ে আছে আমার স্মৃতি, আর শহরের হাওয়া!
আমার পৌঢ়
মুখে হবে জানি বিদায়ের ভাঁজ আঁকা,
তখনও থাকবে
বুড়ো শহরের পথে – এই স্মৃতি রাখা,
শুরুতেও
জানি সাথে ছিলে তুমি, শেষেও থাকবে পাশে-
মনে রবে
শুধু একদিন এই একসাথে বেঁচে থাকা।



