
একই রকম জীবনের সংঘাতে;
তোমার আমার পদচারণার প্রহর
ঘুরছে, ঘুরেছে একই কক্ষপথে।
একই রকম সময়কে পাড়ি করা-
জীবন, জীবিকা, জ্যামিতির কোলাহলে
একই রকম ভুলে থাকা সবকিছু,
ছুড়ে ফেলা সব বিস্মৃতির অঞ্চলে।
একই পৃথিবীই তোমার আমার ভূমি,
একই বাতাসেই তুমি নি:শ্বাস ফেলো,
পথ খোঁজে তারা আমার বুকের ভেতর-
আমার রক্তে মিশে যায় এলোমেলো।
তারপরও ভাবি, তুমি থাকো কতদূরে,
তোমার আমার সীমানা কিভাবে সাঁজে ?
এখানে কঠিন আঘাত যদি বা আসে,
প্রতিধ্বণিটা কি তোমার ওখানে বাঁজে?
একই দেশের আমরা দুইটি প্রাণী,
একই ভাষায় হয়তো কবিতা পড়ি,
একই রকম সুরেই হয়তো গাই,
একই রকম স্বপ্ন-সৌধ গড়ি।
স্বপ্ন তবুও নিজের রাস্তা দেখে,
বাস্তবতায় সেও যে স্বয়ম্বর-
তোমার স্বপ্ন উর্ধ্বাকাশেই ছোটে,
আমার স্বপ্ন ধূলোতেই গড়ে ঘর।
একই শহর তোমার আমার প্রাণ,
রাস্তাগুলোতে অতীত ফেলেছে ছাপ,
সেখানে তোমার নিছকই আনাগোনা-
আমার কাছে তা বয়ে রাখা অভিশাপ
এভাবে হয়তো একই ভাবে তুমি ভাবো-
যেভাবে ভাবিছি আমিও চিরটা কাল;
একই স্মৃতিতে তুমি আছো, আমি আছি
শিরোনামে থাকে- “বিস্মৃতির জঞ্জাল”।
No comments:
Post a Comment