
নামছে কুয়াশা আনমনে চুপিসারে
শীতের চুমুটি এভাবেই আসে ফিরে-
ফিরে ফিরে আসে ফেলে আসা ভোলা সুর,
হৃদয় ছুটছে স্মৃতির অচিনপুর।
কোথায় হারালো সন্ধ্যের ভিজে ঘ্রাণ,
সন্ধ্যেতারার সঙ্গী শান্ত প্রাণ?
গোধূলিরা আজ হারিয়েছে বহুদূরে,
এবার হয়তো আসবে আবার ফিরে।
ফিরে ফিরে আসে কুয়াশার সাথে নেমে
যা কিছু গিয়েছে অতীতের ছেড়া খামে।
কুয়াশার স্মৃতি মহাকাল করে জয়
হারিয়েও যারা হয়ে গেছে অক্ষয়।
তুমিও তো ছিলে কুয়াশার মত মেয়ে
মোহ ছিল ঐ শরীরের ছায়া বেয়ে,
রহস্য যত পৃথিবীর শেষ হতে
তোমার পায়েই দিয়েছিল হাত পেতে।
দু'চোখের মাঝে ধোঁয়া ফেলে যেত কত,
ধাঁধায় পড়েছি একেলা বেদনা হত।
শীতের মত কুয়াশার মত মেয়ে,
কুয়াশার মাঝে তোমাকেও দেখি চেয়ে।
শীতের চুমুটি এভাবেই আসে ফিরে-
ফিরে ফিরে আসে ফেলে আসা ভোলা সুর,
হৃদয় ছুটছে স্মৃতির অচিনপুর।
কোথায় হারালো সন্ধ্যের ভিজে ঘ্রাণ,
সন্ধ্যেতারার সঙ্গী শান্ত প্রাণ?
গোধূলিরা আজ হারিয়েছে বহুদূরে,
এবার হয়তো আসবে আবার ফিরে।
ফিরে ফিরে আসে কুয়াশার সাথে নেমে
যা কিছু গিয়েছে অতীতের ছেড়া খামে।
কুয়াশার স্মৃতি মহাকাল করে জয়
হারিয়েও যারা হয়ে গেছে অক্ষয়।
তুমিও তো ছিলে কুয়াশার মত মেয়ে
মোহ ছিল ঐ শরীরের ছায়া বেয়ে,
রহস্য যত পৃথিবীর শেষ হতে
তোমার পায়েই দিয়েছিল হাত পেতে।
দু'চোখের মাঝে ধোঁয়া ফেলে যেত কত,
ধাঁধায় পড়েছি একেলা বেদনা হত।
শীতের মত কুয়াশার মত মেয়ে,
কুয়াশার মাঝে তোমাকেও দেখি চেয়ে।
No comments:
Post a Comment