Wednesday, May 31, 2017

সমস্যা কী

খাওনি তাতে কি হয়েছে?
কেন এত আহাজারি?
তুমি ভালো খেলে কি করে চোলবে-
নেতাদের ঝকমারি।

খাওনি তাতেই কান্না?
আরে, খেয়ে খেয়ে কেউ বাঁচে?
মারতে মারতে বাঁচিয়ে রাখতে,
নেতা নেত্রীরা আছে।

কেন মিনমিনে আর্তি,
চুপ করে থাকো সব!
বড় বেমানান কান্না তোমার।
দেশজুড়ে উৎসব।

প্রাণপ্রিয় গণতন্ত্র, প্রাণাধিক প্রিয় দেশ,
চুলোয় যাকগে তোমার বিশ্রী রক্তমাখানো বেশ।
দেশপ্রেম রাখো হৃদয়ে, পেটে বাঁধো সরকার,
ভোট গ্রহণের বাক্স তোমার মৌলিক অধিকার।
সোনামুখ কোরে কাটাও জীবন, নেতাদের দেয়া মন্ত্রে
মৃত্যু এমন আদরেই হবে ষড়যন্ত্রে।

মরবে তাতে কি হয়েছে?
সবাই তো মরে যাবে;
ভোট কমিশন প্রস্তুত আছে-
হিসাবটা সামলাবে।

তুমি সামলাবে কান্না,
আর নেতারা তোমার লাশ,
চোখ খুলে রাখো সামনেই আছে
মৃত্যুর অবকাশ।

No comments:

Post a Comment