সেদিন আবার কি আসবে না?
যেদিন পোড়া বারুদের গন্ধে-
ধূসর পৃথিবীটা ভাসবে না।
কান্নার ধ্বণি হবে সুপ্রাচীন ধরনীর ইতিহাস
খুন হোয়ে যাবে অকারণ সব যুদ্ধের অভিলাষ
লাশে ভরা এই সভ্যতা আর রিক্ত বসতি জুড়ে
প্রাণ ছুয়েঁ যাবে, জীবন জাগবে মৃতের আস্তাকুঁড়ে
নীলিমা কি তার ভালোবাসা নিয়ে দিগন্তে মিশবে না?
সুরে সুরে হবে লেনদেন সব মানুষের চাওয়া পাওয়া
বাতাসে ভাসবে সেই গান যা হয়নি এখনো গাওয়া
যে গান কেবলই ভালোবাসা আর জীবনের কথা বলে
হাসায় কেবল- হাহাকার আর অশ্রুকে মুছে ফেলে
আকাশ কি তার উদারতা নিয়ে একসাথে হাসবে না?
বিভেদের খুটিঁ ভেঙ্গে যাবে, যেমন এখন হৃদয় ভাঙ্গে
মানুষ সাজাবে মানুষের হাত নির্ভরতার রঙ্গে
সীমান্তগুলো হোয়ে যাবে সব মিলেমিশে একাকার
অধিকার পাবে সবার হৃদয় দিগন্তে হারাবার
শান্তির সাজে জীর্ন জীবন এবার কি সাজবে না?
যেদিন পোড়া বারুদের গন্ধে-
ধূসর পৃথিবীটা ভাসবে না।
কান্নার ধ্বণি হবে সুপ্রাচীন ধরনীর ইতিহাস
খুন হোয়ে যাবে অকারণ সব যুদ্ধের অভিলাষ
লাশে ভরা এই সভ্যতা আর রিক্ত বসতি জুড়ে
প্রাণ ছুয়েঁ যাবে, জীবন জাগবে মৃতের আস্তাকুঁড়ে
নীলিমা কি তার ভালোবাসা নিয়ে দিগন্তে মিশবে না?
সুরে সুরে হবে লেনদেন সব মানুষের চাওয়া পাওয়া
বাতাসে ভাসবে সেই গান যা হয়নি এখনো গাওয়া
যে গান কেবলই ভালোবাসা আর জীবনের কথা বলে
হাসায় কেবল- হাহাকার আর অশ্রুকে মুছে ফেলে
আকাশ কি তার উদারতা নিয়ে একসাথে হাসবে না?
বিভেদের খুটিঁ ভেঙ্গে যাবে, যেমন এখন হৃদয় ভাঙ্গে
মানুষ সাজাবে মানুষের হাত নির্ভরতার রঙ্গে
সীমান্তগুলো হোয়ে যাবে সব মিলেমিশে একাকার
অধিকার পাবে সবার হৃদয় দিগন্তে হারাবার
শান্তির সাজে জীর্ন জীবন এবার কি সাজবে না?
No comments:
Post a Comment