Wednesday, May 31, 2017

আত্মভোলা

হাসছো তুমি কার কথা শুনে মেয়ে?
হাসতেই থাকো চারপাশ কোরে আলো,
আমার মতোন কান্না চাপার চেয়ে
প্রাণ খুলে হাসো- সেটাই বরং ভালো।
ব্যথার বোঝা কেন বুকে নেবে তুমি-
বিস্মরণের দুয়ার যেখানে খোলা !
ছাই কোরে ফেলো স্মৃতির জন্মভূমি,
ভাববো, “মানসি, বড়ই আত্মভোলা।”
ভুলে যাও তুমি হাসতে আমার কথায়-
কখনো কখনো বিস্ময়ে হতবাক,
বিস্ময় আর হাসি নিয়ে তুমি থাকো
স্মৃতির শাসন আমার প্রাণেই থাক।

ভাবছো তুমি কার কথা আজ মেয়ে?
ভাবতেই থাকো, নতুন কথার ঢেউ-
আছড়ে পড়ুক তোমার শরীর বেয়ে,
হাসি মেখে থাক তোমার ভাবনাতেও।
পরিমিতিটাকে বাসতেই হবে ভালো,
তা দিয়ে কিনবে শত ভালোবাসাবাসি-
ছককাটা পথে জ্যামিতির তালে চলো,
মেপে মেপে ভাবো, পরিমাপ কোরে হাসি।
আমি তো আছিই- বেতাল বেসুরো পথে,
হিসেবের খাতা বন্ধ চিরটা কাল,
অংক মিলুক তোমার কোমল হাতে-
আমাতেই থাক্ গরমিল, জঞ্জাল।

গাইছো তুমি কার গান আজ মেয়ে ?
সুর, তাল, লয়, ছন্দটা আজ কার ?
উচ্ছাসে ভাসো কার বাহুলীন হোয়ে-
তোমার কন্ঠে আজ কার অধিকার !
বন্ধনহীন বোকাদের ভালোবাসা,
ছুড়েঁ ফেলে দিয়ে যেখানে পোড়লে বাধাঁ,
সেখানে কেবল পরিমিত সুরে ভাসা-
ব্যাকরণ মেনে হৃদয়ের গান সাধা।

কখনো কখনো আমিও কিন্তু হাসি
অকারণে বাজে বিধিহীন কিছু গান,
তোমায় ভাবতে এখনো তো ভালোবাসি,
ভাবনায় আসে প্রশ্নের অভিযান-
"আদৌ কি গান গাইতে পারছো মেয়ে ?
হাসিটা তোমার স্বচ্ছ প্রাণের হাসি ?
ভাবনা তোমার বলে কি মুক্তি নিয়ে-
জ্যামিতিকে নয় জীবনকে ভালোবাসি।"

No comments:

Post a Comment