ঘুমিয়ে কেন এ দুঃসময়ে? জাগ্রত মহাগতি।
হে নারী, জাগো, জাগাও এ জাতি, কাটাও এ দুর্গতি।
কুপমণ্ডুক সন্তান মোরা অন্ধ অহংকারে
তোমার স্বরূপ দেখিনি মোদের মিথ্যে সংস্কারে।
শক্তি হয়েছ গৃহবন্দী,
ভোগ্যপণ্য, দৃষ্টিনন্দী,
যে হাত বিলায় আলো আর প্রেম যুগে যুগে দ্বারে দ্বারে,
তার আলো কেন ডুবে আছে আজও, ক্ষীণ দৃষ্টির ভারে ?
এখনো কি তবে হয় নি সময় চোখ মেলে তাকাবার
জন্মদাত্রী বন্ধ্যা হোলে তো মৃত্যু এ জাতিটার।
তোমার শিক্ষা, সভ্যতা, নীতি, তোমার শিষ্টাচার
তোমার সাহস না পেলে মোদের শক্তি কোথায় আর?
চেয়ে দেখো এই জীর্ণ জাতির ভাগ্য অস্তাচলে
শক্তিবিহীন নির্জীব প্রায় তোমায় চেনেনি বোলে
উঠে এসো, নাও নিজের আসন
উষর মরুতে জাগাও জীবন
নতুন সূর্য নিয়ে এসো এই রাত্রির আঁচলে।
দুঃসময়ের রাত কেটে যাবে তুমি জাগ্রত হোলে।

