মাঝে মাঝে কেন টাকা
পাই-
চিরদিন কেন পাই না?
কেন মন হাসে, টাকার
সুবাসে-
সে হাসি হারাতে চাই
না।
মাসের শুরুতে, সুখেরও
সুরতে-
বুকে আসো তুমি থাকিতে,
ক্ষণিকের পরে হয়ে যাও
পর-
আগের মাসের বাকীতে।।
কি করিলে বলো পাইবো
তোমারে,
থাকিবে ব্যাঙ্কে –লকারে,
কত কোঁথ দিলে থাকিবে
এ ঘরে-
গহনা-গাট্টি প্রকারে!
ধারেতে, দেনাতে, চাওয়াতে,
পাওয়াতে,
লেজে-গোবরে গেছে মিশিয়া-
আজি করি পণ, দেবো এ জীবন-
তোমারেই ভালোবাসিয়া।।

No comments:
Post a Comment