Tuesday, February 23, 2021

ফাগুন বারতা

 

বহু বহুদিন পরে,

কলমটা হাতে ধরে,

ইচ্ছে করছে আজ লিখি কয় কথা-

শীত প্রায় গেলো চলে,

কুয়াশাও ফিকে হলে,

বুলির ঝুলিতে থাকে ফাগুন- বারতা।




আজকের সুদিনে,

ফুলে, ফলে, মৌবনে-

মৌমাছি মধু খেয়ে টাল হয়ে টলে

তার চেয়ে বেশি ঢোলে,

প্রেমের দিবস বলে,

মৌ লোভী আমাদের প্রেমের যুগলে



আরো ঢোলে পাঠকেরা,

ভাষার মাসটি সেরা-

হৃদয় জুড়িয়া থাকে শুধু বইমেলা

প্রকাশক টাকা গোণে,

নব ফাগুনে বনে,

ছাপার কর্মী দেখে বিরাট ঝামেলা!



কবিরা কলম খোঁজে,

কানের পেছনে গুজে,

ডানে চায়, বামে চায়, উপরে তাকায়

ফুল টানে, ফল টানে,

ভাষার জালিকা বোনে,

তারপর ছোড়ে তারে ফাগুনের গায়



রোগী কাতরে বলে,

ঋতুর বদল হলে-

গাঁটে গাঁটে কেন এত ব্যথা টনটনে!

ছটফটে মরে মন-

বাত করে জ্বালাতন,

খিস্তিতে মুখ ভরে- মরার ফাগুনে



আমি বসে বসে ভাবি,

ফাগুন কতটা জ্বালাবি,

টেনে এনেছিস এত দিবসের ঠেলা-

হাড়িমুখো গিন্নি সে,

বসিয়া হিসাব কষে,

কতটা করছি তারে আজো অবহেলা!



ফাগুনের জয়গানে,

ওষ্ঠাগত প্রাণে,

তবুও চাইছি আসে বসন্ত সবার,

চির জাগরুক থাক,

আনন্দ জয়ঢাক,

কোনোদিনও এটি যেন না হারায় আবার

No comments:

Post a Comment