Sunday, July 22, 2018

হারানোর অনুমতি

হয়তো কেবলই রয়েছে হৃদয়ে বিদায় বেলার স্মৃতি
হারানোর অনুমতি-
নেই আহ্বান ফিরে আসবার,
নামহীন কোন চেনা আব্দার,
কোন চাওয়া নেই, কোন পাওয়া নেই, নেই কোন ভীমরতি;
কেবল হারানোর অনুমতি।

কোত্থাও নেই কোনই বাধন,
জানেনা কোথায় ছুটবে কখন,
নেই ফিসফিসে মিঠে আলাপন, মুক্তিই যথারীতি-
কেবল রয়েছে বিস্মৃতির ডাক,
ফাঁকা ক্যানভাসে হৃদয় অবাক,
কোন ছায়া নেই, কোন মায়া নেই, নেই কোন পরিণতি-
শুধু বিদায় বেলার স্মৃতি।

“একটু সময়”- শুধু এই মনে,
বার বার তার পদধ্বণি শোনে,
যদিও সে জানে তার আগমনে, নেই লাভ, নেই ক্ষতি।
হয়তো কেবলই রয়েছে হৃদয়ে বিদায় বেলার স্মৃতি,

কেবল হারানোর অনুমতি।

No comments:

Post a Comment