Sunday, July 22, 2018

রূদ্ধপ্রলয়

ভাঙ্গো অর্গল, বাইরে আলোর ডাক-
আঁধারের বুকে কেন আজো নির্বাক?
সম্মুখে দেখো- পথ ছুটে সীমাহীন,
চোখের নেকাব ওখানেই পড়ে থাক।

অতীত তোমায় বন্দী করেছে- নারী,
শিকলে বন্ধ দু’হাতের তরবারী
চিরশক্তির মন্ত্রকে ভুলে গিয়ে,
সেজে আছো মিছে স্বর্গের কিন্নরী।

শাসন পেয়েছো, শোষিতও হলে কত!
তোমার আসন পদাঘাতে আশাহত,
আরো নিচে, আরো নিচেই নিজেকে পাবে-
নিচু শিরে তুমি দিন পাড়ি দেবে যত।


সময় হয়নি? চোখ দু’টো শুধু মেলো,
প্রলয়ের মতো সব হবে এলোমেলো,
মিছে বিধানের সকরুণ অভিশাপ-
রণসাজ পড়া দুইপায়ে আজ দলো।

ভোগশয্যার রঙ্গিনী হয়ে আর,
কয়টা জীবন এভাবে করবে পার?
চেতনায় জাগো, নিজের স্বরুপ দেখে-
রণসাজে ভাঙ্গো প্রচলিত অবিচার।

সভ্যতা আজ নিদারূন প্রহেলিকা,
সময়ের দাবী, জাগো হে বহ্নিশিখা;
তুমি যদি জাগো অসভ্য অঞ্চলে-
সুবিচার ফিরে পাবে ললাটের রেখা।

শান্তি আনো এ মৃত পৃথিবীর দ্বারে,
অর্গল ভাঙ্গো নব রণহুঙ্কারে,
উন্নত শিরে সীমান্ত দাও পাড়ি-
আলো বন্যা ছুটুক অন্ধকারে।

No comments:

Post a Comment