স্বপ্নজালের টানে-
জড়িয়ে নিলাম অনেক বাধন,
অনুভূতির আনন্দ-ধন,
কান্না-হাসির আলো-ছায়া, অন্ধ-ব্যকুল প্রাণে-
স্বপ্নজালের টানে।
হাঁটতে থাকি জলের তৃষ্ণায় রুদ্র মরুর পথে,
দিবসে বা রাতে-
সামনে দেখি ঐ সরোবর,
মিষ্টি হাওয়া ছায়ার আকর,
ঐ তো আমার পথের সাথি, হাঁটবে যে মোর সাথে-
দিবসে বা রাতে।
পাশেই কোথাও হল্লা-হাটি, আনন্দ-উল্লাসে,
তাদের কথা ভাসে-
ভাবছি তারা সাথেই যখন,
ভয় করি না, ক্ষুদ্র মরণ,
আনন্দে যে হাসছে সাথে, ধরবে এ হাত ত্রাসে-
তাদের কথা ভাসে।
চলছি ছুটে এই পারাবার, স্বপ্ন নিয়ে চোখে,
স্বপ্ন-ভাঙ্গার লোকে-
চলছি যত দেখছি চেয়ে,
ভ্রান্তিতে সব থাকছে ছেয়ে,
পূর্ণ আমি পূর্ণতাতে, শূন্য আমি শোকে-
স্বপ্ন-ভাঙ্গার লোকে।
সরোবরের ছায়া কেবল হচ্ছে মরিচীকা,
রুদ্র-তৃষ্ণার শিখা-
বন্ধু-বিহীন বন্ধুর পথ,
সঙ্গী কেবল ধূর্ত-শ্বাপদ,
ললাটে তার শত্রু কোথাও, বন্ধু কোথাও লিখা-
রুদ্র-তৃষ্ণার শিখা।
বাঁধন-ঘেরা স্বপ্ন ছিড়ে একলা হাঁটার খেলা,
স্বপ্ন-ভাঙ্গার পালা-
ছুটছি আমি শূন্য হাতে,
মিথ্যে-বিহীন শূন্যতাতে,
সঙ্গে থাকুক ছিন্ন প্রাণের জীর্ণ অবহেলা-
স্বপ্ন-ভাঙ্গার পালা।
ভাববো না আর কোথায় ছিলাম, কোথায় অবসর,
কোথায় বাঁধা ঘর-
একলা চলার নিয়মটাতে,
খুঁজবোনা ফাঁক কোনমতে
খুঁজবোনা কে দু’হাত পেতে, কোথায় সরোবর,
কোথায় বাঁধা ঘর।

No comments:
Post a Comment