পথ পড়ে আছে সম্মুখে সীমাহীন
কাঁটাতারে আর বুলেটে রুদ্ধ দ্বার,
আশ্রয় নেই নিজ আঙ্গিনার কোলে-
প্রাণ কাঁদে; হাসে মৃত্যুর হুংকার।
হাসে অস্ত্রের ট্রিগার সেনার হাতে,
“মানুষ মরছে মরুক নিয়ম-মতো-
আইন-কানুন, তন্ত্রের রাজনীতি,
বাঁচার ইচ্ছা করুক নিষ্পেষিত।
ধর্ষণ হোক রোহিঙ্গা- মানবতা
ধর্ষণ হোক- ধর্ম, জাতের পাশায়,
মানুষ পুড়ছে পুড়ুক তুচ্ছ জীবন”
ঘোষণা হয়েছে অস্ত্রের বুনো ভাষায়।
শিশু ভেসে যায় অকালে নদীর জলে,
বাতাসে পিতার করুন আর্তনাদ,
মনুষ্যত্বের শির কাটে কড়িকাঠে-
অস্ত্র-ধর্ম-ব্যবসার জল্লাদ।
একবার চেয়ে দেখো যারা আজো বেঁচে,
এখনো তোমার দু’হাতে রক্ত ভাসে,
মুছে ফেলো, উঠে দাঁড়াও মরার আগে-
হাত হাত ধরো, যে আছে তোমার পাশে।
ভুলে যাও যত জাতি-ভেদ মন্তর,
মানুষ- হৃদয়ে খুজেঁ দেখো মানবতা,
এক হয়ে রোখো আগামী-ভয়ংকর;
তোমার জীবনও পোড়াবে যে হিংস্রতা।

No comments:
Post a Comment