আকাশ-আলোয়-বাতাসে তার ছড়িয়ে যাওয়া,
থাকছো তুমি, যখন কোথাও থাকছে না কেউ-
থাকছো তুমি, থাকছে তোমায় দেখতে চাওয়া।
থাকছো, যখন প্রথম আলো জানলা খুলে,
পাপড়িগুলো মেলছে ডানা ঘাসের ফুলে,
শিশির হাসে, রংধনুতে রং মিশিয়ে-
তাদের বুকে তোমার ছোঁয়ার গল্প বলে।
থাকছো যখন, ক্লান্ত সময়, শ্রান্ত দুপুর,
দৃষ্টি ছোটে দূরের থেকেও অনেকটা দূর,
রাস্তাজুড়ে ছুটতে থাকা ব্যস্ত জীবন-
মাথার ভেতর ভুলতে থাকা গানের সুর।
থাকছো, যখন ছোট্ট মেয়ে হাসছে কোথাও,
হাসছে সাথে ছোট্ট বেলার কথকতাও,
ভাসছে হাসির সাথে আমার ছেলেবেলা-
কৈশোরেতে শোনা তোমার প্রথম কথাও।
বিকেল নামে ব্যস্ত মনের প্রান্ত ছুয়েঁ,
সারাদিনের ভুলতে থাকায় ক্লান্ত হয়ে,
লালিমাতে মন যখনই মিশছে দেখো-
আভায় ফোটে সুর তোমারই স্বপ্ন নিয়ে।
সন্ধ্যে আসে- বিষণ্নতায় শহর মলিন,
দূরের মাঠে বিদায় নেবে সারাটা দিন,
তুমি তখন আসছো আবার নতুন করে-
নীরবতায় সুর তুলে সেই স্বপ্ন প্রাচীন।
সবাই ফেরে ঘরে কেমন মগ্নতাতে,
প্রদীপগুলো উঠছে জ্বলে সাঁঝের হাতে,
সবাই এবার লুকোবে তার স্বপ্ন নিয়ে-
আমার স্বপ্ন নামছে নীরব কল্পনাতে।
রাত্রি এলো- একটি করে উঠলো তারা,
তোমার স্মৃতিই তাদের মতো শ্রান্তিহারা,
অন্ধকারের চাদর গায়ে তুমিই আসো-
যখন আমার রাত্রিগুলো ছন্নছাড়া।
হারিয়ে গিয়েই হারানো যায়- ভাবছো নাকি?
একটি ক্ষণের বাধঁন হয়তো দিলেই ফাঁকি,
সারাটা ক্ষণ এবার যখন তোমার হলো,
সেই ছোঁয়াটা নিছক মনের কল্পনা কি?

No comments:
Post a Comment