আকাশ ছিলো রক্তিম শুধু কান্নায়, হাহাকারে,
মানবতা! সে তো বন্দী যুগের জুলুমের কারাগারে।
মুক্তিপাগল জনতার ক্ষোভ,
ডেকে এনেছে নয়া-বিপ্লব,
ডেকে এনেছে মুক্তির দূত, নিরাশার প্রান্তরে-
শত বছরের দুঃখ ঘোচাতে নেতা এসেছেন দ্বারে।।
পূবে-পশ্চিমে, নগরে ও গ্রামে - যত মানুষের প্রাণ, চেয়েছে মুক্তিদাতা যে হবেন- সে নেতার উত্থান। মুক্তি দেয়নি সমাজতন্ত্র, রাজতন্ত্রও গত- মুক্তি পায়নি মানবতা গায়ে গণতন্ত্রের ক্ষত। শান্তি আসেনি, ব্যর্থ হয়ে হয়েছে অতীতের বলিদান- নেতা এসেছেন হাতে নিয়ে দিগ্ বিজয়ের ফরমান। মৃতের মতন বেঁচে থাকা যত মানুষের হাত ধরে নেতা এসেছেন- তুলে নিতে ফের জীবনের বন্দরে- ক্রন্দনরত যত মৃতপ্রায় ফিরে যাবে মুক্তির মোহনায় বিপ্লবী হয়ে উঠবে সময়- অসময় পার করে, নেতা এসেছেন জাগাতে জগৎ নতুন ইশতেহারে।

No comments:
Post a Comment