ভাবনারা ছুটে চলে সীমানা পেরিয়ে,
লোহিত
সাগর থেকে হিমালয় ছুঁয়ে;
আজকের
দিন কিবা ধূসর প্রাচীনে-
ছিলাম
যেখানে বেঁচে ভুলে যাওয়া গানে।
ভাবনারা
ভালোবাসে গ্রাস করে নিতে,
লোলুপ
চাওয়াটি জানে সীমানা পেরোতে;
থেসিয়াস
যত পথ পাড়ি দিতে পারে-
কোশল বা
ব্যাবিলন, বঙ্গে বা রাঢ়ে!
আগামীর
দিন চায় তুমি থাকো সাথে,
কাছের
জন্মে কিবা সুদূর আগামীতে,
শেষহীন
প্রেম চায় ফেরে বার বার-
রক্তিম
ভোর ফেরে তোমার আমার।
ঠিকানা
বিহীন সেই সময়ের দ্বারে,
কাবেরীর
তীর ছুঁয়ে, গঙ্গার পারে-
নাইবো
আমরা ভুলে বিগত বেদনা;
একটি জন্ম
পাবো পুরোতে বাসনা!
চিন্তারা
কেঁদে মরে সে সময়কে পেতে,
ঠিকই সে
হারাবে ফের, পাবে সে হারাতে;
লিখবে
সে গল্পটা পাওয়া ও না পাওয়ার-
খোয়ানো
সে প্রেম পেয়ে- হারিয়ে ফেলাবার।





