Tuesday, April 3, 2018

যাত্রা

রাতের আঁধার চিড়ে দিলো এই এক ফোঁটা রোদ্দুর,
চলো হেঁটে চলি তার পথ ধরে বহুদূর…..বহুদূর।
ঘাসে ও শিশিরে, সবুজে-তুষারে মিতালীতে পথ চলা,
তার তালে তাল রেখে হোক আমাদের কথা বলা।
কথায় বলবো, কিভাবে মানুষ মানুষের হাত ধরে-
বলবো কিভাবে শুকনো দু’চোখে মমতারা ভীড় করে;
বলবো কিভাবে ক্রন্দনগুলো ইতিহাস হয়ে যায়,
কতটা ব্যাকুল হলে এ পৃথিবী ভালোবাসা পেতে চায়।
আমরা বলবো সুদিনের কথা, হোক পথ বন্ধুর
এক ফোঁটা রোদ সাথে নিয়ে চলো বহুদূর বহুদূর।

যেমন আকাশে রংধনু ভাসে, কুয়াশারা উড়ে যায়
আশা ও স্বপ্ন ভাসুক এভাবে সুদূর পথচলায়,
পথেই ছড়াবো ভোরের আবীর, পথেই ছড়াবো গান
নিস্প্রাণ চোখে আমরা করবো পুনর্জন্ম দান।
আরেকটি ভোর পৃথিবীর হোক বিবর্ণ প্রান্তরে,
যেখানে আঁধার বেসুরো মৃত্যু অবিরাম খেলা করে,
খেলাঘরটাই ভেঙ্গে ফেলি নিয়ে দ্বিধাহীন কিছু সুর-
তার পথ ধরে হেঁটে চলি চলো, যায় চোখ যতদূর।।

No comments:

Post a Comment