Tuesday, April 3, 2018

প্রশ্ন-৪

শিশিরের বুকে ঘাস নেয় ভোরে ঠাঁই
বাতাসের বুকে ভাসছে পথের ধুলো
বলা হয়নি কখনো “তোমাকে চাই”
আমার স্বপ্ন তবু তোমাকেই পেলো।








বিস্মৃতির মাঝে হওনি মোটেও ম্লান
এখনো হৃদয়ে তোমাকেই আমি দেখি
বোকামির আজো হয়নি তো অবসান
ভাবছি এভাবে তুমিও ভাবছো নাকি?

No comments:

Post a Comment