Tuesday, November 5, 2019

মূল্য



মূল্য সুধার হয় কি বেশি সুধাচোরের তৃষ্ণাতে!

আঁধার ছিলো বলেই আলো সুন্দরী হয় জোসনাতে;

আয়না যদি দেখাতে চায়, দেখাক্ নিজের বদসুরত-

তাই বলে কি হানবো না চোখ- প্রিয়ার মদির হোসনাতে!

No comments:

Post a Comment