শীতের কুয়াশা
একইভাবে ভাসে ধূসর বেদনাহত।
একই ভাবে পাখি
গেয়ে যায় গান – নিজের কথামালায়,
একইভাবে হাসে
মুক্ত পৃথিবী, কাদেঁ কারো কান্নায়।
জীবনের সব সুর
কেটে যাবে, যেভাবে সময় কাটেঁ;
মানুষ থাকবে,
হেঁটে যাবে তারা পরিচিত তল্লাটে।
কারোদিন যাবে
অগোছালো, কারো স্বপ্ন দু’চোখে বুনে-
কারো ব্যস্ততা
স্বপ্নবিহীন জীবনের সন্ধ্যানে।
আজকের ফুল ঝরে
যাবে তারা যেভাবে ঝরেছে কাল,
আজ যা মধুর ভীষণ
কামনা, কাল হবে জঞ্জাল।
পরিবর্তনও আসবে
যেভাবে সব কিছু বদলায়,
তুমি হয়ে যাবে
অ-পরিচিতা- আমার পৃথিবীটায়।
আমিও হারাবো মহাকালের
এই অতিচেনা পথ ধরে,
বিস্মৃতিই হবে
অমোঘ নিয়তি নিয়মের পারাবারে।
একটি কথা রেখে
যাবে তবু খাপছাড়া এলোমেলো,
ভুলে যাওয়া এই
পৃথিবীতে আমি তোমাকে বেসেছি ভালো।

No comments:
Post a Comment