রাসুলের ডাক কে
শুনে আর করবে জীবন দান
হায়রে মুসলমান।
ত্যাগের চিন্তা
ভোগের ফাঁদে,
দিনে রাতে যাচ্ছে
কেঁদে,
দেওয়ার কথা উঠলে
দেয় আজ রাসুলকে কোরবান।
জীবন দিয়ে, সম্পদ
দিয়ে শান্তি আনতে চেয়ে-
সংগ্রাম ছিলো
রাসুলের, সেটা ভুলে গেছি কি উপায়ে?
আজকে কেবল জীবন
জুড়ে স্বার্থের জয়গান
ভোগ লালসায় মজ্জিত
সব পরগাছা শয়তান।
হায়রে মুসলমান।
খুব মজে আছি নামায
রোজায়
(আর) নিজের পেটটা
ভরার পূজায়
ইসলাম খুঁজি অক্ষরে
শুধু, বলি দিয়ে বলিদান।


