Monday, November 19, 2018

হায়রে মুসলমান














রাসুলের ডাক কে শুনে আর করবে জীবন দান
হায়রে মুসলমান।

ত্যাগের চিন্তা ভোগের ফাঁদে,
দিনে রাতে যাচ্ছে কেঁদে,
দেওয়ার কথা উঠলে দেয় আজ রাসুলকে কোরবান।

জীবন দিয়ে, সম্পদ দিয়ে শান্তি আনতে চেয়ে-
সংগ্রাম ছিলো রাসুলের, সেটা ভুলে গেছি কি উপায়ে?

আজকে কেবল জীবন জুড়ে স্বার্থের জয়গান
ভোগ লালসায় মজ্জিত সব পরগাছা শয়তান।
হায়রে মুসলমান।

খুব মজে আছি নামায রোজায়
(আর) নিজের পেটটা ভরার পূজায়
ইসলাম খুঁজি অক্ষরে শুধু, বলি দিয়ে বলিদান।

শাশ্বত
















সকালের রোদ একই ভাবে আসে প্রাচীন কালের মত
শীতের কুয়াশা একইভাবে ভাসে ধূসর বেদনাহত।
একই ভাবে পাখি গেয়ে যায় গান – নিজের কথামালায়,
একইভাবে হাসে মুক্ত পৃথিবী, কাদেঁ কারো কান্নায়।

জীবনের সব সুর কেটে যাবে, যেভাবে সময় কাটেঁ;
মানুষ থাকবে, হেঁটে যাবে তারা পরিচিত তল্লাটে।
কারোদিন যাবে অগোছালো, কারো স্বপ্ন দু’চোখে বুনে-
কারো ব্যস্ততা স্বপ্নবিহীন জীবনের সন্ধ্যানে।

আজকের ফুল ঝরে যাবে তারা যেভাবে ঝরেছে কাল,
আজ যা মধুর ভীষণ কামনা, কাল হবে জঞ্জাল।
পরিবর্তনও আসবে যেভাবে সব কিছু বদলায়,
তুমি হয়ে যাবে অ-পরিচিতা- আমার পৃথিবীটায়।

আমিও হারাবো মহাকালের এই অতিচেনা পথ ধরে,
বিস্মৃতিই হবে অমোঘ নিয়তি নিয়মের পারাবারে।
একটি কথা রেখে যাবে তবু খাপছাড়া এলোমেলো,
ভুলে যাওয়া এই পৃথিবীতে আমি তোমাকে বেসেছি ভালো।

পথের টানে





















রাতের আঁধার চিড়ে দিলো এই এক ফোঁটা রোদ্দুর,
চলো হেঁটে চলি তার পথ ধরে বহুদূর…..বহুদূর।
ঘাসে ও শিশিরে, সবুজে-তুষারে মিতালীতে পথ চলা,
তার তালে তাল রেখে হোক আমাদের কথা বলা।
কথায় বলবো, কিভাবে মানুষ মানুষের হাত ধরে-
বলবো কিভাবে শুকনো দু’চোখে মমতারা ভীড় করে;
বলবো কিভাবে ক্রন্দনগুলো ইতিহাস হয়ে যায়,
কতটা ব্যাকুল হলে এ পৃথিবী ভালোবাসা পেতে চায়।
আমরা বলবো সুদিনের কথা, হোক পথ বন্ধুর
এক ফোঁটা রোদ সাথে নিয়ে চলো বহুদূর বহুদূর।

যেমন আকাশে রংধনু ভাসে, কুয়াশারা উড়ে যায়
আশা ও স্বপ্ন ভাসুক এভাবে সুদূর পথচলায়,
পথেই ছড়াবো ভোরের আবীর, পথেই ছড়াবো গান
নিস্প্রাণ চোখে আমরা করবো পুনর্জন্ম দান।
আরেকটি ভোর পৃথিবীর হোক বিবর্ণ প্রান্তরে,
যেখানে আঁধার বেসুরো মৃত্যু অবিরাম খেলা করে,
খেলাঘরটাই ভেঙ্গে ফেলি নিয়ে দ্বিধাহীন কিছু সুর-
তার পথ ধরে হেঁটে চলি চলো, যায় চোখ যতদূর।।