Wednesday, November 15, 2017

বিভেদ

এখানে রাত্রি- আঁধারের বুকে শুয়ে,
ভাসায় স্বপ্ন অসম্ভবের নায়ে;
জীবন এখানে নির্ঘুম রাতে- ছুঁয়ে,
সঞ্চিত আশা- বঞ্চিত পরিণয়ে



তোমার দিবস পূর্ণ আলোয় আঁকা
স্বপ্ন সেখানে স্বপ্নের-মরিচীকা;
ওখানে জীবন জ্যামিতির সুরে শেখা-
সঞ্চিত সুখে, বঞ্চনা ঢেকে রাখা।

No comments:

Post a Comment