Wednesday, November 15, 2017
এখনো কুয়াশা
পায়ে পায়ে আজ শিশিরের কোলাহল,
আকাশ-অশ্রু বাতাসের বুকে ভাসে;
কুয়াশা, তোমার অবারিত চলাচল-
আজো নি:শব্দতা ভর করে ফিরে আসে।
বিবর্ণ আর ধূসর ধূলার ধোঁয়ায়,
গ্রাস হয়ে আছে মানুষের অঞ্চল;
হৃদয়ে অজানা আধাঁরের চাওয়া-পাওয়ায়,
স্বপ্ন-ব্যাকুল দিগন্ত বিহ্বল।
আমিও ব্যাকুল, আমার ক্লান্তি ছুঁয়ে,
দুই হাতে মৃত-সীমানার হাতকড়ি,
চোখ নির্ঘুম, মুক্তির পথে চেয়ে-
ছিন্ন পালেই ভাসছে জীর্ণ তরী।
আমার স্বপ্ন রাত্রিতে ভেসে চলে,
তারায় তারায় সুদূর সঞ্চারণ,
আমার স্বপ্ন অতীতের কথা বলে,
বিভাবরীতেই বিস্মৃত ভীরু মন।
কুয়াশা, তুমি কুয়াশায় আজো লীন-
সময়ের বুকে, মিশে সময়ের মতো;
ভাবনায় নিয়ে কৈশোর অমলিন-
কালের সীমানা পেরিয়ে আজ অক্ষত।
Subscribe to:
Comments (Atom)

