বিখ্যাত স্প্যানিশ গান “Despacito” এর নতুন
লিরিক, সমস্ত আদর্শ বিবাহিতদের জন্য উৎসর্গীকৃত।
---------------------------------------
এ্যাই,
মরছি,
কিবায়?
অও…..অও নো………………অও নো………………অও
দিরিদদিরিদিদ দিদদিদদারি………………
মরছি, বিয়াটা করছি যেদিন, টুপ করে,
মরার উপর খাঁড়ার ঘা ছিলো ঐ।
Do wanna?.............
মরছি, কবুল বলছি যেই মুখ লাল করে,
ভাবি নাই সে রাতে বিলাই পামু কৈ।
Ooowh…………
তাই, বিবাহিত যেইখানে যত ভাই আমার,
বিপদে সব হাতে ধরে হও সোচ্চার,
আমাদের কথা একমাত্র বুঝবো আমরাই তো।
oo…..yeah
তাই, জীবনের মায়া আছে যেইখানে যার,
গ্লাস হাতে এসো তাই দাঁড়াই আবার,
প্রতি পেগে ঝাড়ি চলো মনের ঝাল আছে যত।
বুঝ পাইছি তো-
বিয়ার পরে পুরাদমে বুঝ পাইছি তো,
একা থাকা ছিলো ভালো, আগে শুনছি, মানিনিতো-
লেজের মধ্যে লাগে আগুন এইভাবে আগে জানিনিতো।
বুঝ পাইছি তো-
নাকে চোখে এইভাবে জল আগে আসেনিতো,
এত সোজা পথে আগে কভু হাঁটিনিতো,
এত বড় ফাঁড়া এটা আগে কখনোই ভাবিনিতো।
(বিয়া বিয়া বিয়া বিয়া বিয়া……………………)
সকালের ঘুম শেষ, বাসরের পর থেকে আমার,
ছুটাছুটি দশটা পাঁচটা, এটাই এখন জীবন আমার।
(জীবন আমার, জীবন তোমার, ভাইরে)
আদা, মরিচ, হলুদ, জিরা, আর এই সবজির বাজার,
অলিগলি ঘুরে ফিরি, রাজধানী এটাই এখন আমার।
যখন তখন কানে বাজে “চাল নাই,
বাঘা নামের কুত্তা তোমার ছাল নাই,
কেমন রান্দি বারি তোমার তাল নাই,
পকেটের তোর ফুটা আছে, তল নাই”।
হাতা খোন্তা, হাঁড়ি পাতিল সুরে বাঁজে- বাম
বাম
কানের কাছে নাগাসাকি হিরোশিমা- বাম বাম
ভাড়া বাকি, বাড়িওয়ালা, দোরেই বসে বাহ রে
মাসকারা, আর শাড়ি, চুড়ি, বউয়ের নজর কাড়ে
দুনিয়াতে সবাই এখন আমায় ধরে ঝাড়ে
মনে হয় যে, ন্যাংটা হয়ে ছুটি পরপারে।
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
ঘড়ি ধরে ধরে, বাসাতে আসি তো।
সোজা পথে হাঁটি
মনে মনে ফাটি
নিজের পেছনটাতে যখন নিজেই দিছি কাঠি।
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
এটা ওটা নিয়ে, এখনও ফাসিতো।
কলুর বলদ হয়ে,
সবই গেছে সয়ে,
আমি করিনিতো বিয়ে; বিয়ে- করছে আমায় বিয়ে।
oo…..yeah
বুঝ পাইছি তো-
বিয়ার পরে পুরাদমে বুঝ পাইছি তো,
একা থাকা ছিলো ভালো, আগে শুনছি, মানিনিতো-
লেজের মধ্যে লাগে আগুন এইভাবে জানিনিতো।
বুঝ পাইছি তো-
নাকে চোখে এইভাবে জল আগে আসেনিতো,
এত সোজা পথে আগে কভু হাঁটিনিতো,
এত বড় ফাঁড়া এটা আগে কখনোই ভাবিনিতো।
তোমরা যারা ওয়েটিংয়ে, চোখে মুখে বুকে সুখের
আগুন
‘কবে আইবো আমার পালা’ য়
জান নিয়ে ফুটো দ্রুত।
(দ্রুত দ্রুত, অতি দ্রুত, ভাইরে)
সাধের এক জীবনে বিয়া-ই হইলো শেষের ফাগুন,
এরপর এই মাইনক্যার চিপায়,
ক্যাঁক করার আগেই নিহত।
বুঝ পাইছি তো-
বিয়ার পরে পুরাদমে বুঝ পাইছি তো,
একা থাকা ছিলো ভালো, আগে শুনছি, মানিনিতো-
লেজের মধ্যে লাগে আগুন এইভাবে আগে জানিনিতো।
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
পদে পদে এখন, হচ্ছি শোষিত,
আয়নায় নিজেকে দেখে, আগে এত রাগিনিতো।
(রাগিনিতো, রাগিনিতো, ভাইরে)
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
বেঁচে আছি তবু, মৃত ঘোষিত,
সত্যিকারে মরে গেলে, তবু কোথাও স্টপেজ হইতো।
বুঝ পাইছি তো…………….
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
বেঁচে আছি তবু, মৃত ঘোষিত।
হেই হেই হেই হেই………………
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
বেঁচে আছি তবু, মৃত ঘোষিত।
হেই হেই হেই হেই………………….



