তোমাকে ভুলতে ব্যস্ততাটুকু লাগে,
মুছে দিতে হয়, হাতে থাকা অবসর;
পাথরে খোদিত সময়ের পুরোভাগে-
বড় বেমানান স্মৃতির স্বয়ম্বর।
তোমাকে ভুলবো- ভুলতেই হবে তাই;
জেনেছি- এটাই গতানুগতিক রীতি,
হৃদয়বৃত্তি কেঁদে চলে অযথাই-
বিদ্রুপে হাসে তোমাদের পরিমিতি।
সীমানা দিয়েই বাঁধা থাক সব মন,
আষ্ট্রে-পৃষ্ঠে যুগের প্রবাহ ধরে-
নিয়মের পায়ে আসুক সমর্পণ,
সমাধি সাজুক ইচ্ছের প্রান্তরে।
তোমাকে ভুলবো? চাও যদি তাই হবে-
বিস্মরণের স্রোতই বইছে জানি,
যন্ত্রযুগের কামনার বিপ্লবে-
‘ভালোবাসা’ আজ বোকাদের রাজধানী।
তোমার চাওয়াই আবারো বিজয়ী হোক;
চলে যাও- চেনা, ছক কাটা পথ ধরে,
থাকবেনা স্মৃতি, থাকবেনা কোন শোক;
ভাববে না কেউ বোকামীকে মনে করে।
বন্ধনহীন স্বাধীনতা চাও পেতে!
ভুলতে তোমায় পারবো না কোনকালে!
অবকাশ দাও নিজেকেই ভুলে যেতে-
এই-ই শুধু চাই- তোমাকে ভুলতে হলে।
