চলে যাওয়া, ফিরে
আসা- মানেহীন, এক মনে হয়;
বিশ্বাস পুড়ে
যায় ধোঁয়াহীন যুগের আগুনে-
প্রতি স্পন্দন
বলে, এ হাশরে কেউ কারো নয়।
স্বপ্ন ভাসছে
চোখে, স্বপ্ন জাগছে তারস্বরে,
স্বপ্ন ভাসছে
স্রোতে- হারায় তা ক্ষণেকের পরে;
প্রত্যয় ভেঙ্গে
যায়, ভেঙ্গে যায় স্বস্থির সাধ-
মন ছোটে দিশাহীন,
এ যুগের আজব আধাঁরে।
কোলাহল চারপাশে,
উচ্ছল কুহেলি জীবন,
মরীচিকার পিছে
মিছিলের স্রোতে আবাহন;
প্রতিদিন মৃত্যুকে
বন্দনা করে বেচেঁ থাকা,
বিষাদ-জোৎস্না
কাঁদে- পূর্নিমা খোজেঁ তাতে মন।
বেদনায় কাঁদি-
তবু বেদনাকে বড় ভালোবাসি,
অশ্রুর নদী বুকে,
ফোয়ারাতে উঠে আসে হাসি;
ছলনাতে ডুবে যাই,
ছলনা নিয়েই ফের উঠি,
রাতদিন শুয়ে থাকি
মিথ্যের সাথে পাশাপাশি।
স্তব্ধতা খুজেঁ
ফিরি, খুজেঁ ফিরি বিলীন সময়,
অস্তিত্বের পাপ-
প্রতিক্ষণে শুধু ভারী হয়;
বিস্মরণের হোমে
প্রত্যাশা হোক বলিদান-
‘কিছু না থাকা’র সাথে মিশে
যাক জীর্ণ হৃদয়।