Tuesday, October 30, 2018

Acrostic – 5



 










শুণ্যতা- ঘিরে থাকে বহুরূপী সময়ের ছকে;
একটি নক্ষত্র-হৃদয়, অনন্তে স্থির হয়ে থাকে-
সাত আসমান তাকে ভরে রাখে মিথ্যে স্তবকে,
‘একটি মুহুর্তে পাবে পূর্ণতা এই মহালোকে’।

শুণ্যতা- শুধু একা সাথী হয়ে থাকে রাতদিন-
পঞ্চাননের বুকে পার্বতী যেন আছে জড়ায়ে নিবিড়,
নবমীর চাঁদে যেন সীমাহীন আকাশের ভীড়;
সপ্তম সুরে তাই কেঁদে চলে মরমের বীণ।

সাতটা সমুদ্দুর মাঝখানে তাহার আর আমার,
ষড়জের মত করে মহাকাল গড়ে অবিচার-
পঞ্চশরটা বেঁধা- তবু বিধি থাকে বিধাতার!

Saturday, October 20, 2018

কৈশোরের গান


সম্মুখে পথ, বুকে প্রত্যয় আমরা চির-কিশোর
সত্যের পথে ছুটে চলা কুঁড়ি, আনতে নতুন ভোর।


ধরা স্বার্থে ও লোভে উত্তাল
তাকে গ্রাস করে আছে দাজ্জাল
আজ তার টুটি চেপে ধরবে মোদের বজ্রশক্তি-ডোর।


শক্তি-মন্ত্র “ঐক্য” জঁপেছি, শপথটা আনুগত্যের
শৃঙ্খল ভাঙ্গি- অস্ত্র মোদের শৃঙ্খলা মহাসত্যের।
পৃথিবীর মোহে ডুবে যাওয়া যত উদ্বাস্তুর প্রাণে
চেতনা ফেরাবো আমরা ত্যাগের মহান উচ্চারণে।


যত অনাচার ভেঙ্গে পৃথিবীর
নিয়ে আসবো সুদিন শান্তির
যত কর্ম, ভাবনা, বিষয়, সহায়- সম্বল করে মোর।