শুণ্যতা- ঘিরে থাকে বহুরূপী সময়ের ছকে;
একটি নক্ষত্র-হৃদয়, অনন্তে স্থির হয়ে থাকে-
সাত আসমান তাকে ভরে রাখে মিথ্যে স্তবকে,
‘একটি মুহুর্তে পাবে পূর্ণতা এই মহালোকে’।
শুণ্যতা- শুধু একা সাথী হয়ে থাকে রাতদিন-
পঞ্চাননের বুকে পার্বতী যেন আছে জড়ায়ে নিবিড়,
নবমীর চাঁদে যেন সীমাহীন আকাশের ভীড়;
সপ্তম সুরে তাই কেঁদে চলে মরমের বীণ।
সাতটা সমুদ্দুর মাঝখানে তাহার আর আমার,
ষড়জের মত করে মহাকাল গড়ে অবিচার-
পঞ্চশরটা বেঁধা- তবু বিধি থাকে বিধাতার!

